Gree Ac ব্যবহার করছেন কিন্তু আপনি একটু সতর্ক না হওয়ার ফলে হতে পারে বিরাট একটি দূর্ঘটনা Leave a comment

Gree Ac ব্যবহার করছেন কিন্তু আপনি একটু সতর্ক না হওয়ার ফলে হতে পারে বিরাট একটি দূর্ঘটনা নিচের লিংক গুলো ঘুরে আসলে বুজতে পারবেন-

Link- দূর্ঘটনা

Link – বিস্ফরন

Link- এক্সিডেন্ট ইত্যাদি ।

আশা করি উপরের লিংক গুলো ভিজিট করে বুজতে পেরেছেন যে এসি আসলেই কতটা ভয়ানক !

ভয় পাবেন না।–

আসুন একটা ছোট উদাহরন দেই।

ধরুন একটি বাইক অথবা গাড়ি কিনেছেন কেনার পর আপনি শুধু তেল ঢুকাচ্ছেন আর বাইক বা গাড়ি চালাচ্ছেন কিন্তু কোনো প্রকার মেইনটেনেন্স করাচ্ছেন না তাতে দেখা যাবে গাড়ি ব্র্যাক ফেল অথবা ইঞ্জিন নষ্ট হয়ে প্রাননাশের মত দূর্ঘটনা ঘটতে পারে ।এ জন্য সচেতন ব্যাক্তিরা প্রতি মাসে গাড়ি চেক আপ ও মেইনন্টেইন্স করিয়ে থাকে।

এবার আসুন এসি সম্পর্কে একটু বেসিক ধারনা নেই এসি মূলত চারটি প্রযুক্তি সমন্নয় তৈরী 

  1. ম্যাকানিক্যাল 
  2. ইলেক্ট্রিক্যাল 
  3. ইলেক্টনিক্স

যেহেতু এসি একটি যন্ত্র এই যান্ত্রিক বস্তুটিও

ঠিক গাড়ি মত যত্ন নিতে হয় না হলে হতে পারে ব্যাপক দূর্ঘটনা ।

কেনো হয় এই দুঘটনা?

এসির আউটডোর ইউনিট এ থাকে কম্প্রেসর যা একটি ইউনিট মত কাজ করে এবং সাথে থাকে কন্ডেন্সার ইউনিট যা আপনার কক্ষে থেকে তাপ বাহিরে বের করে দেয়।যেহেতু বাংলাদেশ (ডেভেলপিং কান্ট্রি)তাই প্রেচুর ধুলা বালু গিয়ে এসির আউটডোরে তাপ অপসারনে বাধা গ্রস্থ করে ফলে কম্প্রেসরের উপরে প্রেচুর চাপ আসে যেহেতু আধুনিক এসিতে R-410/R-32 নামক গ্যাস Refrigeration থাকে যারা গ্যাসের চাপ R-22 এর থেকে অনেক বেশি। তাই আপনার বাসা / অফিসের এসি গুলকে এক্সপার্ট দিয়ে ।

বাসার জন্য বছরে ২ বার অবশ্যি আউটডোর -মাস্টের সার্ভিসিং করাবেন।

অফিসের জন্য বছরে- ৩ বার অবশ্যই আউটডোর সহ ক্লিন করবেন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *