এই যান্ত্রিক জীবনে মানুষ একটু আরামদায়ক শান্তির জন্য ব্যবহার করছে এয়ারকন্ডিশনার। সেই শান্তি করতে গিয়ে ইদানীং দেখা যাচ্ছে এয়ারকন্ডিশনার বিষ্ফরণ হয় এবং মানুষ মারা যাচ্ছে , কিন্তু একটু সচেতন হলেই এয়ারকন্ডিশনার বিষ্ফরণ এবং দূর্ঘটনা থেকে এড়ানো সম্ভব, জীবনের মায়া থাকলে পুরো লেখাটা পড়ে সিদ্ধান্ত নিন আপনি কি করবেন ।